This browser does not support the video element.
কালীগঞ্জ: পলাশীর মীরা বাজারে মীরা ROP-এর নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সাংসদ মহুয়া মৈত্র ও এসপি অমরনাথ কে
Kaliganj, Nadia | Sep 1, 2025
কালিগঞ্জের পলাশীর মীরা বাজারে মিরা ROP নতুন ভবনের শুভ উদ্বোধন হল সোমবার। মীরা আরোপির পুরনো ঠিকানা থেকে কালিগঞ্জ রোডে নতুন ভবনে স্থানান্তর করা হলো। এদিন নতুন ভবনের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, কৃষ্ণনগর পুলিশেলার পুলিশ সুপার অমরনাথ কে, উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাকয়ানা মিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় রায়, মিরাফারের আইসি ইবাদুর রহমান।