আবার সুর্যোদয় হোমের এক বিশেষ ভাবে সক্ষম প্রাক্তন আবাসিকের বিয়ে হোলো কর্নজোড়া কালিবাড়ীতে৷ রায়গঞ্জের ইন্দিরা কলোনীর বাসিন্দা বিশেষ ভাবে সক্ষম মিঠুন সরকারের সাথে হোমের প্রাক্তন আবাসিক কাজল কুমারীর এই বিয়েতে উপস্থিত ছিলেন হোমের আধিকারিকরা। শুক্রবার বিকালে হোমের আধিকারিক পার্থ সারথী দাস জানান, হোমের প্রাক্তন আবাসিক মহিলাদের পর পর তিনটে বিয়ে সম্পন্ন হোলো। এই কাজে সামাজিক ভাবে সহায়তা করেছেন কর্নজোড়ার একটি হোটেলের মহিলা মালিক নিয়তি সরকার।