মানবাজার-২ নম্বর ব্লকের বোরো থানার অন্তর্গত বুড়িবাঁধ অঞ্চলের কেন্দাঝোড় শবর পাড়া,শনকুড়া প্রাথমিক বিদ্যালয় থেকে কুলন্দরি নদী পর্যন্ত ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হলো। শুক্রবার বেলা ১.৩০ টা নাগাদ ফিতে কেটে উদ্বোধন করা হয়। আদিবাসী উন্নয়ন দপ্তরের ১৬ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যায়ে রাস্তাটি নির্মাণ করা হবে। উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, মানবাজার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর সোরেন সহ বিশিষ্টরা।