২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জীতেন আঁকুড়ে। তার বাড়ি আউশগ্রামের নামো তেলোতা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চোলাই মদ প্লাস্টিকের জারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তখনই এদিন ভোররাতে গুসকরা মানকর রাজ্য সড়কের তেলোতা মোড় এলাকা থেকে চোলাই মদ সহ জীতেন আঁকুড়েকে হাতেনাতে ধরে পুলিশ।