জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শক অফিসে চুরি।বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের পর এবার জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শক অফিসে চোরের হানা।ঘটনা মঙ্গলবার গভীর রাতে জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শক অফিসে। বুধবার দিন অফিস টাইমে এসে বিদ্যালয় পরিদর্শক সহ অফিসের অন্যান্য কর্মচারীরা দেখেন বিদ্যালয় পরিদর্শক অফিসের তালা ভাঙ্গা। কলাপ্সেবল গেইট খোলা।