দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে কাঞ্চনপুর জেল রোড। একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও সড়ক সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি কাঞ্চনপুর পূর্ত দপ্তর। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে বৃহস্পতিবার এলাকাবাসী ও টমটম চালকেরা নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজে নেমে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা চললেও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ বাড়ছে। তাই আর অপেক্ষা না করে নিজেরাই মেরামতির কাজ শুরু করেছেন তারা।