বিজেপির গোষ্ঠীকোন্দলের ছবি সামনে এলো বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায়। দলেরই প্রাক্তন নেতা পুলকেশ পাত্রের বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে মারধরের হুমকি ও গালি গালাজের অভিযোগ উঠল বিজেপির সিমলাপালের মন্ডল সভাপতির সৌভিক পাত্রের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত দলের ওই প্রাক্তন নেতা সিমলাপাল থানায় হাজির হয়ে দলের মন্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মন্ডল সভাপতির দাবি বিষয়টি দলের আভ্যন্তরিণ বিষয়। দলের অভ্যন্তরেই কথা বলে মিটিয়ে নেওয়া হবে।