বুধবার বেলা ১১ঃ৩০ মিনিট নাগাদ ৩৬ মাইল এলাকার বাসিন্দা মঙ্গতি দেববর্মার জন্য বসত ঘর বানিয়ে দেয় তিপ্রামথা দলের মুঃকামি ব্লক কমিটি। উল্লেখ করে যেতে পারে গত মাসের ১১ তারিখ অগ্নিকাণ্ডে উনার বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় তিপ্রামথা দলের মুঃকামী ব্লক কমিটি। উপস্থিত ছিলেন মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।