ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার খুনের ঘটনায় ঘটনাস্থলে এলো ফরেন্সিক টিম। ঘটনা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সকালে প্রমিলা ওরাওকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তার স্বামী রাজকুমার ওরাওয়ের বিরুদ্ধে। অভিযুক্ত বৃহস্পতিবার দুপুরেই পুলিসের হাতে রামশাই এলাকার এক জঙ্গল থেকে গ্রেপ্তার হয়। এই ঘটনার বিভিন্ন নমুনা সংগ্রহে শনিবার বিকেলে অভিযুক্তর বাড়ি আসেন জলপাইগুড়ির ফরেন্সিক টিম। পাশাপাশি ঘটনা আসলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার পুলিশ।