হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে ধসে আটকে পড়ার পর নিখোঁজ কাটোয়ার তিনজন। বুধবার সন্ধ্যায় কাটোয়া থানার দারস্থ নিখোঁজ ব্যক্তিদের পরিবার। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে নিখোঁজ কাটোয়ার তিন ব্যক্তি। চাম্বা জেলার মানিমাহেশ হ্রদের পথে দুর্যোগে আটকে পড়ার পর থেকে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। নিখোঁজ তিনজন হলেন— নিরুপম বিশ্বাস (৫৩), দীপক দাস (৪৬) ও মিঠুন কুন্ডু (৪৬)।