মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা চৌপথি থেকে রাঙ্গালিবাজনা মোহনসিং হাইস্কুল যাতায়াতের ১ কিমি রাস্তাটি বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে রাস্তাটি। এতে ব্যাপক সমস্যায় স্কুলপড়ুয়ারা, জানান প্রধান শিক্ষক অমল রায়। ভুক্তভোগীরা জানান, রাঙ্গালিবাজনা চৌপথি এবং ছেকামারি চৌপথির মাঝামাঝি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে টোল ট্যাক্স ফাঁকি দিতে প্রচুর ছোট গাড়ি রাঙ্গালিবাজনা মোহনসিং হাইস্কুলের রাস্তায় ঘুরপথে চলাচল করছে। এতে বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। জেলা পরি