খড়গপুর ২ ব্লক এর পপআড়া ৬/১অঞ্চলে ৬২/৬৩/৬৪ বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার। অন্যান্য দিনের শিবিরের মতই এদিনও সাধারণ মানুষ তাদের সমস্যার কথা নিয়ে আজির হন সমাধানের আশায়, কিন্তু এই শিবিরের এ দিনের মূল আকর্ষণ হয়ে ওঠে সেলফি জোন। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সেলফি জোন। সমস্যার সমাধানের আশ্বাস পাশাপাশি সেলফি জোন একপ্রকার জনচ্ছ্বাস সৃষ্টি করে দিনের শিবিরে।