মায়ের সাথে বিবাদের জেরে বিষ পান করে আত্মঘাতী এক নাবালিকা।ঘটনাটি ঘটেছে আরামবাগের পারাবাগনান এলাকায়।নাবালিকার নাম রূপসা বিশ্বাস(১৫)নবম শ্রেণীর ছাত্রী।জানা যায়,পড়াশোনার বিষয় নিয়ে মায়ের সাথে বিবাদ হয়েছিল রূপসার।তার জেরে গত রবিবার বিষ পান করেছিল সে।এর পর তাকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করে তার পরিবার।সেখানে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে এদিন ময়নাতদন্তর জন্য পাঠাই।