ঘটনাটি রবিবার বালাভুত গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাভূত ছরারপাড় এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম কুদ্দুস আলী শেখ (৪৫) । স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায় শনিবার রাতে স্ত্রীর অসুস্থতার জন্য ঔষধ নিতে বাড়ি ছেড়ে বের হন তারপর থেকে কোন খোঁজ নেই। অবশেষে রবিবার বাড়ির পাশে জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়। দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করতে গেলে বেগ পেতে হয় পুলিশকে। পরবর্তীতে দেহটি উদ্ধার করে পুলিশ।