Download Now Banner

This browser does not support the video element.

পটাশপুর ২: অল বেঙ্গল নিশ্চয়যান অ্যাম্বুলেন্স অপারেটর্স ইউনিয়নের ডাকে ৯ম রাজ্য সম্মেলন থেকে স্বাস্থ্য ভবন ঘেরাও ডাক দিঘাতে

Potashpur 2, Purba Medinipur | Aug 31, 2025
পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা একটি হোটেলে অল বেঙ্গল নিশ্চয়ই যান অ্যাম্বুলেন্স অপারেটরস ইউনিয়নের ডাকে দুদিন ব্যাপী নবম রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় |এই সম্মেলনে 16 টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করে |মূলত পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির হওয়া সত্ত্বেও ভাড়া বৃদ্ধি না হয় এবং নিয়মিত বিল না পাওয়ার জন্য আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতেই এই সম্মেলনের আয়োজন করা হয় |এই সম্মেলন থেকে স্বাস্থ্য ভবন ডাক দেওয়া হয় |
Read More News
T & CPrivacy PolicyContact Us