নিকাশি সমস্যায় ভুক্তভোগী মথুরাপুর বচাহি গ্রামের বাসিন্দারা। গ্রামের এক প্রান্তে থাকা বড়পুকুর সেটিও ভর্তি হয়ে যাচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের জানিয়েও নিকাশি ব্যবস্থার কোন সমাধান হচ্ছে না।অল্প বৃষ্টি হলেই মাসের পর মাস জল জমা থাকছে রাস্তার উপর। যার ফলে খুদে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিনিয়ত জমা জলের পড়ে গিয়ে আহত হতে হচ্ছে মানুষকে। তাই দ্রুত রাস্তা উঁচু করুক এবং পুকুর সংস্কার নিকাশি সমস্যার সমাধানের দাবি।