টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে শিলাবতী নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই,নদীর জল ঢুকছে মাঠেঘাট সহ বেশকিছু এলাকায়।গতকাল রাত থেকে ক্রমশ নদীর জলস্তর বেড়ে চলেছে।শিলাবতী ও কেঠিয়া,এই দুই নদীর জল বেড়ে ডুবলো চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের বাঁকা-মানিককুন্ডু যাতায়াতের গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক যোজনার পিচ রাস্তা।