দিদির বাড়ি পুজো দেখে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে নতুনহাট এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম দীপ মাঝি (২১) নানুর থানার কান্দড়ায় তার বাড়ি। দিদির বাড়ি মঙ্গলকোট এলাকার শ্রীকৃষ্ণপুর পুজো দেখতে এসেছিল সেখান থেকে খাওয়া-দাওয়া করে বিকেলে বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যা নাগাদ নতুনহাট এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় সে। স্থানীয় মানুষ জন তাকে উদ্ধার করে প্রথম মঙ্গলকোটও পরে bmch নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়