নাবালিকা গণধর্ষনের অভিযুক্তদের ফাঁসির দাবিতে চেরাগীতে এক বিশাল প্রতিবাদী মিছিল। নাবালিকা গণধর্ষনের অভিযুক্তদের ফাঁসির দাবিতে রামকৃষ্ণনগর সমষ্টির চেরাগীতে এক বিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। এদিন এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেন সনাতনী ঐক্য মঞ্চ। এদিন এই মিছিলে বিভিন্ন স্লোগানে সরগরম করে তুলে। এতে এই মিছিলে হাজার হাজার মানুষ উপস্থিত হন। উল্লেখ্য গত জন্মাষ্টমীর দিনে রাতাবাড়ি এলাকায় এক মুখবধি নাবালিকাকে গণধর্ষণ করে ৪ ভিন্নধর্মী যুবক।