আউশগ্রামের একাধিক জায়গার পাশাপাশি সাড়ম্বরে নবী দিবস পালন করা হচ্ছে আউশগ্রামের কাঁটাটিকুড়ি গ্রামে। কাঁটাটিকুড়ি জামে মসজিদ থেকে শুক্রবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ একটি বাইক র ্যালি বের করা হয়। তাতে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। রাতে গ্রামের মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠান থেকে নবী দিবসের তাৎপর্য তুলে ধরা হবে। আর ওই অনুষ্ঠানে যোগ দেওয়া প্রায় এক হাজার মানুষকে উদ্যোক্তাদের তরফে খিচুড়ি খাওয়ানোর ব্যাবস্থা করা হয়।