বাইক নিয়ে কুমারী নদীর কজওয়ে সেতু পার হওয়ার সময় হটাৎ করে সেতুর উপর জলস্তর বেড়ে যাওয়ায় যুবকের বাইক পড়ে যায়।যুবকও নদীর জলে পড়ে আহত হয়। ঘটনা শুক্রবার সন্ধ্যায় বলরামপুর থানার পাঁড়দ্দা গ্রাম থেকে বরাবাজার ব্লকের ভাগাবাঁধ গ্রামে যাওয়ার মাঝে কুমারী নদীর সেতুতে।রাত দশটা নাগাদ যুবককে চিকিৎসার জন্য বলরামপুর এর বাঁশগড় হাসপাতালে আনা হয়।