জয়েন্টের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কাউন্সিলিং-এ অংশ গ্রহন করবেন না বর্ধমানে এই কৃতি ছাত্র অর্ক ব্যানার্জী, সে ভিডিও কলে বলে, রেজাল্ট প্রকাশে দেরী কখনই কাম্য নয় - আরও ভালোভাবে সমগ্র বিষয়টি পরিচালনা করা উচিত ছিল। ইতিমধ্যেই অর্ক ব্যানার্জী আইআইটি খড়গপুরে ভর্তি হয়ে পঠনপাঠন শুরু করে দিয়েছেন তাই নতুন করে আর কাউন্সিলিং-তিনি অংশগ্রহন করবেন না বলে জানিয়েছেন। অর্কর বাড়ির বর্ধমানের গোলাহাট এলাকায়, তবে অর্ক বাড়িতে নেই সে খড়গপুর আইআইটি তে পড়াশুনা করছে।