,মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দরিবস এলাকায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল ।বেহাল রাস্তা পাকার দাবিতে বৃহস্পতিবার বেলা 12 টা নাগাদ বিডিও অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের।অভিযোগ দরিবশ এলাকায় দের কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। দিদিকে বলোতে ফোন করার পর রাস্তা পরিদর্শন ও করেন ।অভিযোগ তারপরও কোনো সুরাহা হয়নি। তাই এদিন রাস্তা সংস্কারের দাবিতে মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।