এদিন চুরির ঘটনাটি ঘটে কৃষ্ণনগর কোতোয়ালি থানার কৃষ্ণনগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অনাদিনগরের একটি গৃহস্ত বাড়িতে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ মধ্যরাতে কেউ বা কারা গ্রিলের ও দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।এরপর ঘরের আলমারি ভেঙে নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা সহ সোনার একাধিক গহনা নিয়ে চম্পট দেয় চোর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায় পরপর তিন রাতে একাধিক চুরির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।