দেন্দুয়া মোড়ে মৃত ব্যাক্তির ক্ষতিপূরণের দাবিতে ১৭ঘন্টা থেকে পথ অবরোধ, শেষে পুলিশের লাঠি চার্জ, লাঠি চার্জে অভিযোগ অস্বীকার ACP র গতকাল দেন্দুয়া ইসিএল হাসপাতাল সংলগ্ন এলাকায় দেন্দুয়া- কল্যাণেশ্বরী রাস্তার উপর মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় শ্রীরামপুরের বাসিন্দা দীর্ঘদিনের এলআইসি এজেন্ট অশোক মাহাতোর। একটি মালবাহী ট্রাক তার পেটের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে দেন্দুয়া কল্যাণেশ্বরী রোড অবরোধ করেন, পরে রাতেই সেই অবরোধ উঠে আসে আসানসোল-চিত