Faridpur Durgapur, Paschim Bardhaman | Oct 5, 2025
গতকাল রাতে বিসর্জন কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ডিপিএল এলাকায়। জানা গেছে ডিপিএল কলোনির এজোন আদিবেদী পুজো বিসর্জন করতে বেরোলে দামোদর নদের বিসর্জন ঘাটে পৌঁছালে অন্য আরেকটি পুজো কমিটি ডুমুর তোলা সার্বজনীন তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। রবিবার দুপুর দুটোয় এজোন আদিবাসী কমিটি কোক থানায় লিখিত অভিযোগ অভিযোগ করে। পাল্টা অভিযোগ করবে বলে জানায় ডুমুরতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি।