কানাইনগর পঞ্চায়েতের সিপিএমের প্রধান টগরি ঘোষ আর্থিক দুর্নীতির অভিযোগে তেহট্ট থানার পুলিশ গতকাল এরেস্ট করে আজ তাকে পাচদিনের পি সি চেয়ে তেহট মহকুমা আদালতে তোলা হয় আদালত চার দিনের পিসি মঞ্জুর করেন এবং সন্ধ্যা সাড়ে ছটার দিকে আদালত থেকে তেহট্ট থানায় নিয়ে আসা হয় সেই ধরা পড়ে আমাদের ক্যামেরায়