Thakurpukur Mahestola, South Twenty Four Parganas | Sep 13, 2025
ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বাপি দাস। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল আনুমানিক আটটা চল্লিশ মিনিট নাগাদ বজবজ শিয়ালদা লোকাল রেল লাইনের রেললাইনের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিল বাপি দাস। সেই সময় একটি ট্রেন বাপি দাসকে সজোরে ধাক্কা মারে।