দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের দেওয়া কাটাতার কেটে পাচারের চেষ্টার অভিযোগ চোরাকারবারিদের বিরুদ্ধে। গতকাল বিষয়টি জানাজানি হতে ওই এলাকায় বিএসফের তরফে বিশেষ নজরদারি চালানো হয়। জানা গিয়েছে হিলি থানার দক্ষিণ জামালপুর এলাকায় বেশ কিছুটা কাঁটাতার কেটে ফেলা হয়েছে। এনিয়ে রবিবার বিকেলে ছয়জন পাচাকারীর নামে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএসএফের ১২৩ ব্যাটেলিয়ন এর আধিকারিকরা।