ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় বর্ষণের ফলে ডুয়ার্সের বিভিন্ন নদী, ঝোরা জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষত ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী ও ঝোরা গুলোর জলস্তর বৃদ্ধি পেয়েছে। শনিবার দেখা গেল কালচিনি ব্লকের জয়গাঁ এলাকায় বাসরা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জয়গাঁ থেকে রাঙামাটি যোগাযোগ এক প্রকার বন্ধ বলা চলে। ওপরদিকে আজ ও পানা নদীর জল বেশি থাকায় গাড়ি গুলো খরস্রোতা পানা নদী পের হতে পারছেনা। অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে খরস্রোতা পানা নদী পারাপার করছে।