বিশ্ব কর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবির মেমারিতে শনিবার সকালে বর্ধমান সেণ্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পরিচলনায় রক্তদান শিবির হয়। সৃষ্টি লজে রক্ত দান শিবিরের উদ্বোধন করেন সংস্হার আধিকারিক তপন কুমার গণ। একজন মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, রক্ত সংগ্রহ করেছে রশ্মি ব্লাড ব্যাঙ্ক বর্ধমান। সংস্থার ম্যানেজার সুজিত কুমার নন্দী জানান, প্রত্যেক রক্তদাতা কে একটি করে গাছের চারা প্রদান করা হয়। ২০২৫ আমাদের সোসাইটি ৭২ বছরে পর্দাপন করলো।