রাজস্থানের জয়পুরের সুভাষচকে ভয়াবহ দুর্ঘটনা। টানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। বাড়িটিতে মূলত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বহু গয়না কারিগর বসবাস করতেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত বাগদি (৩৫) ও তাঁর পাঁচ বছরের কন্যা পিউ বাগদি। ঘটনায় আহত হয়েছেন প্রভাত বাগদির স্ত্রী সুমিত্রা বাগদি সহ এই এলাকারই বাসুদেব বাগদি, সুপর্ণা বাগদি, সোনু বাগদী, ঋষি বাগদি।