প্রসঙ্গত গত সোমবার মেয়ের খুন হয়ে যাওয়ার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিক পাড়ায় গুলিতে খুন হয়ে যাওয়া ছাত্রীর বাবা-মা। এদিন সাংবাদিক বৈঠকে ছাত্রীর মা বলেন দেশরাজ আমার ওপরেও এটাক করে আমার উপরও দু রাউন্ড গুলি চালায়। পুলিশ প্রশাসনের ওপর আস্থা আছে হত্যাকারীকে আগের থেকে চিনতেন না। পুলিশ যত দ্রুত সম্ভব গ্রেফতার করে ফাঁসির সাজা দিক।