আরএসএসের ১০০ বছর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দেখা যাচ্ছে দেশ জুড়ে।আলিপুরদুয়ার জেলা জুড়েও নানান কর্মসূচি নেওয়া হয়েছে।রবিবার আলিপুরদুয়ার -১ ব্লকের বাবুরহাট এলাকায় ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।বিভিন্ন এলাকার দল সেখানে ওই প্রতিযোগিতায় অংশ নেয়।পাঁচকোলগুড়ি প্রমোদিনি স্কুলের মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ হয় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ।