অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো পানাগড় বাইপাস সংলগ্ন হাসপাতাল মোড়ের কাছে।আজ বিকালে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে।কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের নাম পরিচয় কিছুই জানা যায় নি।পুলিশ মৃতের পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজ খবর শুরু করেছে বলে জানা গেছে।