কুমারসান্ডা সহ আরো বিভিন্ন গ্রামে মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস।নবী দিবস, যা ঈদ-ই-মিলাদ-উন-নবী বা মওলিদ নামেও পরিচিত। মুসলিমদের দ্বারা শেষ নবী মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উদযাপনের একটি উৎসব। এই দিনে নবীজীর নানা শিক্ষা ও করুণার বাণীকে স্মরণ করে নানান অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয় হয়।এই অনুষ্ঠানে অংশ নেন সকল মুসলিম সম্প্রদায়ের মানুষরা।সেই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় সকাল সাড়ে আটটা নাগাদ।