দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন কার্যত ব্যাহত। শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। ভারত সরকারের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির দরুন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শনিবার রাত্রে দেখা গেল বৃষ্টির কারণে রাস্তা কার্যত জনশূন্য।