বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই তাজা বোমা উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য জামালপুরে। পুলিশ জানিয়েছে, নবগ্রাম এলাকার একটি শ্মশানে গতকাল সন্ধ্যাবেলায় এলাকার গ্রামবাসীরা ব্যাগ ভর্তি বোমা দেখতে পায়। তাঁরপরি জামালপুর থানার পুলিশকে খবর দেয়।গতকাল রাতে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ব্যাগ ভর্তি নটি বোমা উদ্ধার করে। শুক্রবার দুপুর বারোটা নাগাদ বোম স্কোয়ার্ড, দমকল বাহিনীর আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা উপ