কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার মিছিল আয়োজিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে অংশ নেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ বহু তৃণমূল নেতাকর্মী।