কোচবিহার বানেশ্বর এ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি। সোমবার কোচবিহার দুই নং ব্লকের অন্তর্গত বানেশ্বর অঞ্চলের বানেশ্বর খাপসা হাইস্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে এই ক্যাম্প পরিদর্শনে যান কোচবিহার 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার সহ অন্যান্যরা। এদিন গায়ত্রী সরকার এই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ক্যাম্পের সকল কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন এবং উপভোক্তাদের সাথেও কথা বলেন।