ময়নার সমস্ত খালগুলির কচুরিপানা সহ আবর্জনা পরিষ্কার করে জল পরিবহনের উপযুক্ত করা বন্যা নিয়ন্ত্রণে পাম্পিং স্টেশন নির্মাণ এবং নির্মিত বাম্পিং স্টেশন চালু করা সমস্ত ক্ষতিগ্রস্ত নদী বাঁধ সরানো ক্ষতিগ্রস্ত রাস্তা সরানো সহ একাধিক দাবিতে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল উপস্থিত ছিলেন মদন সামন্ত জগদীশ মাইতি সুদাম সাউ সমিরন প্রামানিক সহ অন্যান্যরা |