পাড়া ব্লক কৃষি দফতরে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ আতমা প্রকল্পের অধীনে উদ্ভিদ সুরক্ষা ও কৃষি যান্ত্রিকীকরণের বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। পাড়া ব্লক এলাকার ২৫ জন চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন পাড়া ব্লক মুখ্য কৃষি অধিকর্তা দীনবন্ধু সর্দার, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী,পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায়, ব্লক আতমা কমিটির চেয়ারম্যান সীমা বাউরি, কৃষি দফতরের আধিকারিক প্রদীপ