নাগরাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে একটি সভার মাধ্যমে আদিবাসী বিকাশ পরিষদের শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার ইউনিয়নের ব্লক কমিটি গঠন করা হল। যে এই শ্রমিক ইউনিয়ন কোথায় কিভাবে কাজ করবে তা নিয়ে সভায় মুলত আলোচনা করা হয়।সভা শেষে একটি কমিটি গঠন করা হয়। মোট ২৪ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নারায়ণ টোপ্পো, সম্পাদক বানু এক্কা ও কোষাধ্যক্ষ হিসেবে শ্যাম কুজুরকে মনোনিত করা হয়।