শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ওভার ব্রীজের নীচে আগামীকাল ডেবরা বন্ধের সমর্থনে মিছিল করার সময় বিজপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসকে আটক করলো ডেবরা থানার পুলিশ। জেলা সভাপতির পাশাপাশি আটক করা হোলো ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা বিজেপির সভানেত্রী তনুশ্রী সাঁতরা সানা সহ একাধিক বিজেপি কর্মীকে। আর এই নিয়েই শোরগোল পড়ে গেল ডেবরায়।।