সোমবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক এর উপর আক্রমণ এবং আরো দুই দুইটি ঘটনা নিয়ে সোমবার রাতে বিশালগড় বিজেপি মন্ডলের এক প্রতিনিধি দল বিশালগড় থানায় জেলা পুলিশ সুপারের বিজয় দেববর্মা সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস, মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া, ওবিসি মোর্চার মন্ডল সভাপতি অমলেশ ঘোষ সহ অন্যান্যরা।