কোচবিহার পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডে দুটি রাস্তার কাজ পরিদর্শনে তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনুকূল্যে সোমবার দুটি রাস্তার কাজের সূচনা হলো কোচবিহার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এদিন এই রাস্তার কাজের মান যাচাই করতে যান তৃণমূলের জেলা সভাপতি তথা এই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, সামগ্রীর গুণগতমান রয়েছে কি সেসব বিষয় খোঁজখবর নেওয়ার হয়।