মুখ্যমন্ত্রী নির্দেশে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।সেই কর্মসূচিকে সামনে রেখেই আজ ২৯ আগস্ট শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর ২ ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের খুকুড়দহ পশ্চিমপাড়া বুথ,জোৎবিশু দীনবন্ধু প্রাথমিক বিদ্যালয় বুথ ও খুকুড়দহ আইসিএমএম হাইস্কুল বোর্ড বুথ নিয়ে দ্বিতীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হল খুকুড়দহ হাই স্কুল অটোটোরি