আরএসপি যুব সংগঠন আরওয়াইএফ এর "অধিকার যাত্রা", মঙ্গলবার এসে পৌঁছলো কালচিনি ব্লকের হাসিমারায়।মূল্যবৃদ্ধির বাজারে যুব সম্প্রদায়ের জন্য মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা স্থায়ী রোজগারের নিশ্চিত ব্যবস্থা, কৃষিভিত্তিক শিল্পায়ন, সরকারি দফতরে শূন্যপদে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগের মতো বিভিন্ন দাবিতে গত ৩১ আগস্ট, রবিবার কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ‘অধিকার যাত্রা’র ডাক দেয় আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ।