সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবি ইউনিয়নের নানুর ব্লক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার সারাদিন ব্যাপী কীর্ণাহারের জুবুটিয়া'য়। এদিন জুবুটিয়া বাসস্ট্যান্ডে একটি পদযাত্রা করে স্থানীয় একটি অনুষ্ঠান ভবনে করা হয় বিশেষ আলোচনা সভা ও নতুন ব্লক কমিটি গঠন।ওই সম্মেলনে হাজির ছিলেন, সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ, রাজ্য কমিটির সদস্য শ্যামলী প্রধান, জেলা সম্পাদক জুরান বাগদি প্রমুখ।জেলা সম্পাদক গৌতম ঘোষ জানান, একশো দিনের কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত।