বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মন্ডপে মহানবমীতে মাকে অন্ন ভোগের সাথে রাইখোর মাছ ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হলো বালুরঘাটের গৌড়ী পালবাড়ি পূজা মন্ডপের পুজো। সঠিকভাবে এই পুজোর বয়স না জানা গেলেও আনুমানিক সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। এখানে সাড়ে তিনশো বছর ধরে ধারাবাহিকভাবে মহানবমীতে দুপুরে ধর্মীয় রীতিনীতি মেনে মাকে অন্ন ভোগের সাথে দেওয়া হয় রাইখোর মাছ।